ঢাকা মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এবারের আসরে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। তারা করাচিতে আফগানদের বিরুদ্ধে ৩১৫ রান করে এবং পরে পেস বোলারদের দাপটে আফগানদের ২০৮ রানে বেধে ফেলে। এই জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের মিশন শুরু হয়।

অন্যদিকে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে ৩৫১ রান তাড়া করে জয় পায়। বেন ডাকেটের ১৬৫ রানের ইনিংসের পরেও ইংল্যান্ড জয় পায়নি। কারণ অস্ট্রেলিয়া জস ইংলিশের সেঞ্চুরিতে নতুন রেকর্ড গড়ে ৫ উইকেটে জয়ী হয়।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া উভয়ই একটি করে ম্যাচে জয় লাভ করেছে এবং আজকের ম্যাচটি গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে তাদের সেরা চার পেসার ছাড়া খেলছে, কিন্তু তাদের ব্যাটিং শক্তি দুর্দান্ত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ব্যাটিং এবং বোলিং দু’টি ক্ষেত্রেই শক্তিশালী দল। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছাবে।