অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৭:৫২ পিএম

অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

ছবি: সংগৃহীত

বৃষ্টির দাপটে  টস ছাড়াই পরিত্যক্ত হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ফলে দুই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয়েই ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেট রানরেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে। ফলে তাদের পয়েন্ট এখনো শূন্য। আগামীকাল ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি গ্রুপ পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল এই ম্যাচে হারবে, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দলকে অবশ্যই তাদের পরবর্তী ম্যাচেও জিততে হবে, যাতে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকে।

যদি নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতে, তাহলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে।

শেষ দুটি ম্যাচ যদি বৃষ্টির কারণে আবারও পরিত্যক্ত হয়, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। কারণ তারা ইতোমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে দল জয় পাবে, তাদের নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে এবং আশা করতে হবে যে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার কেউ তাদের শেষ ম্যাচ হারবে। তবেই তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ খেলবে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে।

আরবি/এসবি

Link copied!