দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে বসছে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট। তবে সেখানে শেষ চারেও জায়গা করে নিতে পারেনি দলটি। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর দুবাইয়ে ভারতের কাছে হার ৬ উইকেটে। টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে।
আর পাকিস্তানের এমন ব্যর্থতায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি রাজনীতির খেলায় বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী, তিনি তার দেশের খেলোয়াড়দের এই পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন।
দুর্নীতির মামলায় বর্তমানে ইমরান খান ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে জেলে থেকেও তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। গতকাল তার বোন আলিমা খান সাংবাদিকদের বলেন, “ইমরান বলেছেন, পছন্দের ব্যক্তিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।” তিনি আরও জানান, ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখেছেন ইমরান এবং দলের এই পারফরম্যান্সে তিনি ক্ষুব্ধ হয়েছেন।
এদিকে, পিটিআই দলের মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, ইমরান পাকিস্তানের ক্রিকেট দলের বর্তমান অবস্থায় দুঃখিত। তিনি বলেন, “পাকিস্তানের মানুষের সঙ্গে ক্রিকেটের গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু সাম্প্রতিক বছরে এটি তামাশায় পরিণত হয়েছে।”
এছাড়া, পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুবও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক যাত্রা শেষ হয়ে গেছে। যদিও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য, কারণ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দুই দলই।
আপনার মতামত লিখুন :