চ্যাম্পিয়ন্স ট্রফি

গ্রুপ ‘বি’-তে জমে উঠেছে সেমিফাইনালের সমীকরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:৫৯ এএম

গ্রুপ ‘বি’-তে জমে উঠেছে সেমিফাইনালের সমীকরণ

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’-তে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে ইংল্যান্ড এবং আফগানিস্তান আজ মাঠে নামছে। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি নকআউট ম্যাচের মতো। কারণ আজ যারা হারবে, তাদের টুর্নামেন্টে বিদায় নিতে হবে। অন্যদিকে, জয় পেলে সেমিফাইনালের জন্য সমীকরণ আরও জমে উঠবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ৩ করে পয়েন্ট অর্জন করেছে এবং এই গ্রুপের বাকি দলগুলোর জন্য সামনে কঠিন পথ। আফগানিস্তান, বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে সবার নজর কেড়েছিল তারা। তাই আজকের ম্যাচেও তারা আত্মবিশ্বাসী এবং ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাভের চেষ্টা করবে।

এছাড়া এই দুই দলের জন্য পরবর্তী ম্যাচগুলোও সহজ হবে না। আফগানিস্তান পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে, আর ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের মধ্যে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে, তবে যেকোনো দলই ম্যাচে জিতে সেমিফাইনালে যেতে পারে।

যেহেতু গ্রুপ ‘বি’-এর প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাই আজকের ম্যাচটি অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে। দুই দলের জন্যই এটি শেষ সুযোগ হতে পারে, তবে পরবর্তী ম্যাচেও তাদের লক্ষ্য থাকবে জয় অর্জন করে সেমিফাইনালে জায়গা করে নেওয়া।

আজকের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

আরবি/এফআই

Link copied!