কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে শুরুতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে বার্সেলোনার। অ্যাতলেটিকো মাদ্রিদের নাটকীয় কামব্যাকে ৪-৪ গোলে শেষ হয়েছে রোমাঞ্চকর এ লড়াই।
মঙ্গলবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় অ্যাতলেটিকো। ৬ মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায় তারা। তবে এরপরই দুর্দান্ত প্রত্যাবর্তন করে বার্সেলোনা। ম্যাচের ১৯ মিনিটে পেদ্রির গোলে ব্যবধান কমায় বার্সা। এরপর ২ মিনিটের মধ্যে রাফিনহার কর্নারে কুবার্সির হেডে সমতায় ফেরে কাতালানরা।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে (৪১ মিনিটে) মার্টিনেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৫ গোলে শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে, ৭৪ মিনিটে লেভানদোভস্কির গোলে ৪-২ গোলের লিড পায় বার্সেলোনা। জয় তখন হাতছানি দিচ্ছিল তাদের।
তবে এরপরই ম্যাচের দৃশ্যপট বদলাতে শুরু করে। শেষ ৬ মিনিটে নাটকীয়ভাবে ফিরে আসে অ্যাতলেটিকো। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তের গোলে ব্যবধান কমানোর পর, যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে আলেকজান্ডার সরলথ গোল করে সমতা ফেরান। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৪-৪ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
আপনার মতামত লিখুন :