ক্রিকেট মোড়লের উপর আফগান তাণ্ডব

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:৫৯ পিএম

ক্রিকেট মোড়লের উপর আফগান তাণ্ডব

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে ক্রিকেট মোড়ল ইংল্যান্ডকে ৩২৬ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে আফগানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহীম জাদরান। খেলেছেন ১৭৭ রানের ইনিংস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৩৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ৬, সেদিকুল্লাহ আতাল ৪ ও রহমত শাহ ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা অধিনায়ক শাহীদিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ইব্রাহীম জাদরা। ১০৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৪০ রানে ৬৭ বলে ৪০ রান করে আউট হন শাহীদি। তার বিদায়ের পর ক্রিজে আসা আজমতুল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ইব্রাহীম। সাবলীল ব্যাটিংয়ে ১০৬ বলে সেঞ্চুরি তুলে নেন এই আফগান ওপেনার। দলীয় ২১২ রানে ওমরজাই ৩১ বলে ৪১ রান করে আউট হন। তবে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ইব্রাহীম। তার সঙ্গে যোগ দেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। ১১১ রানের জুটি গড়েন তারা।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। ইব্রাহীম ১৪৬ বলে ১৭৭ ও নবী ২৪ বলে ৪০ রান করেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার নেন ৩টি উইকেট। 

আরবি/এসবি

Link copied!