চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলেরই সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের; একই সঙ্গে পাকিস্তানেরও। ফলে দুই দলই আজ নিয়ম রক্ষার ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।
প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২২৮ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের স্কোর গড়ে তারা। এত কম রান করে হার অনিবার্য ছিল। হয়েছেও তাই। ন্যূনতম লড়াইটুকু জমিয়ে তুলতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। দুই ম্যাচে বাজেভাবে হারের পর এবার শেষটা জয়ে রাঙাতে চায় বাংলাদেশ। পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমরা ম্যাচটি জিততে চাই।’ পাকিস্তানকে হারাতে পারলে অন্তত একটি জয় নিয়ে ফিরবে বাংলাদেশ। এর জন্য ব্যাটিংয়ে ভালো করা ছাড়া বিকল্প নেই।
এ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র পাঁচ ম্যাচে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের জয় বাকি ৩৪ ম্যাচেই। অতীত পরিসংখ্যানে অনেক সমৃদ্ধ দলটিকে হারাতে পারলে বাংলাদেশের অর্জনের ভান্ডারে আরও একটি জয় যোগ হবে। এ পর্যন্ত পাকিস্তানের মাঠে ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটি ম্যাচেও জয়ের রেকর্ড নেই। তাই পাকিস্তানের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে।
গত আগস্টে রাওয়ালপিন্ডির মাঠেই পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয়ের রেকর্ডও এটি। এই জয় বাংলাদেশের জন্য অনুপ্রেরণা জোগাবে। আর সেটি কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইবেন শান্তরা। পাকিস্তান ম্যাচে একাদশে রদবদল হবে। এমন আভাস দিয়ে রেখেছেন অধিনায়ক। তবে কে বাদ পড়বেন আর কে সুযোগ পাবেন, তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।
অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ফেভারিট হিসেবেই খেলছিল, কিন্তু তাদের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার বিষয়টি মানতে পারছে না পাকিস্তানিরা। দলটি তুমুল সমালোচনার মুখে পড়েছে। তাই বাংলাদেশ ম্যাচে জয় তুলে এই সমালোচনার মধ্যে কিছুটা স্বস্তির বৃষ্টির ছড়িয়ে দিতে চাইবেন মোহাম্মদ রিজওয়ানরা। শান্ত্বনার জয় পেতেই মাঠে নামবে পাকিস্তান। আশা করা হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটি ম্যাচ হবে। তবে এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৈরী আবহওয়ার কারণে খেলায় বিঘ্ন ঘটতে পারে।
আপনার মতামত লিখুন :