ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে প্রতিপক্ষ ‘বৃষ্টি’!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এখন পর্যন্ত কোন ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। পরাজয়ও ছিল একেবারেই এক তরফা, যেখানে বাংলাদেশ ছিল অসহায়। গত দুই ম্যাচের পারফরম্যান্স দেখে, পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে জয়ের সম্ভাবনা নিয়ে চিন্তা করাটাও কঠিন।

তবে বাংলাদেশের মতো পাকিস্তানও একই পরিস্থিতিতে রয়েছে। তারাও ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এখন দুই দলই শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায়, তবে তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। যদিও সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেছে, কিন্তু একটা পয়েন্ট পাওয়ার সুযোগ এখনও রয়ে গেছে! রাওয়ালপিন্ডিতে বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এ মাঠেই গত মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টসও করা সম্ভব হয়নি। আজও বিকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলই জয়হীন অবস্থায় আসর শেষ করবে।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের ইতিহাস বেশ ভাল। ২০১৫ বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, ২০১৯ বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছিল, ২০২৩ বিশ্বকাপে একটি জয় পেয়েছিল এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে একটি জয় ও একটি ড্র করেছিল। কিন্তু এবার কি জয় ছাড়া মিশন শেষ করবে বাংলাদেশ?

আজকের ম্যাচে বাংলাদেশের প্রধান লক্ষ্য পাকিস্তানকে হারানো। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, তারা নিজের ভুলগুলো সংশোধন করে মাঠে নামবেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আগে কী করেছি তাতে চিন্তিত নই। আগামীকাল আমাদের ভালো খেলার ওপর জোর দিতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ।”

পাকিস্তানকে হারাতে হলে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে হবে, এমনটাই বলছেন সালাউদ্দিন। তিনি বলেন, “আমরা দুই ম্যাচেই ব্যাটিং ভালো করিনি, যা উদ্বেগের বিষয়। প্রথম ম্যাচে টপ অর্ডার ভালো করেনি, দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার ভালো করেনি। আমাদের দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। উইকেট ভালো রয়েছে, আশা করছি ব্যাটসম্যানরা ভালো করবে।”

তিনি আরও বলেন, “দুই বিভাগের (ব্যাটিং ও বোলিং) সমানতালে ভালো পারফরম্যান্স প্রয়োজন। এখন পর্যন্ত বোলিং বিভাগ ব্যাটিংয়ের চেয়ে ভালো করেছে। আমাদের টপ এবং মিডল অর্ডারকে নিয়মিত রান করতে হবে। একদিন টপ অর্ডার ভালো করে, পরেরদিন মিডল অর্ডার ভালো করে, এমনটা হতে পারে না। দুই বিভাগের পারফরম্যান্সের সমন্বয় থাকতে হবে, তাহলেই ৩০০ রান করা সম্ভব।”

এদিকে, দীর্ঘ ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে পেরে পাকিস্তান আনন্দিত হলেও, গ্রুপ পর্বে বিদায় তাদের জন্য হতাশার কারণ। আজ বাংলাদেশকে হারিয়ে সেই ক্ষত কিছুটা লাঘব করতে চায় পাকিস্তান। দলের অন্তর্বর্তী প্রধান কোচ আকিভ জাবেদ বলেছেন, “এই ম্যাচটা অন্যান্য ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। জীবনে যখন আপনি হোঁচট খান, তখন জানেন যে ঘুরে দাঁড়াতে কিছু একটা করতে হবে।”