নিরবতা ভাঙলেন স্টার্ক, জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার কারণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৪৪ পিএম

নিরবতা ভাঙলেন স্টার্ক, জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার কারণ

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র আগ মুহুর্তেই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে যায় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলিং লাইন-আপ। দলের তিন নির্ভরযোগ্য পেস পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স ছিটকে যায় দল থেকে।

হ্যাজলেউড এবং কামিন্সের ছিটকে পড়ার বিষয়ে আগেই নিশ্চিত করেছিলেন দলের কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তবে নানা জল্পনা ছিলো অস্ট্রেলিয়া তথা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার মিচেল স্টার্ককে নিয়ে। নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পেসার নিজেকে সরিয়ে নেন টুর্নামেন্ট থেকে। অনেকের ধারণা ছিলো আসন্ন আইপিএলকে সামনে রেখে নিজেকে সরিয়ে দল থেকে সরিয়ে নেন তিনি।  
তবে এবার জানা গেলো তাঁর অনুপস্থিতির আসল কারণ। এক পডকাস্টে নিজের অনুপস্থিতির কথা জানিয়েছেন তিনি।

পডকাস্টে তিনি জানান, গোড়ালির ইনজুরির কারণেই নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সরিয়ে নিয়েছেন তিনি। তাছাড়া আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেকে তিন ফিট করতে চেয়েছিলেন তিনি। 

 

পডকাস্টে স্টার্ক বলেন, ‘কয়েকটি কারণ আছে না খেলার। কিছু ব্যক্তিগত কারণও আছে। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ চলার সময়েই আমার গোড়ালিতে কিছুটা ব্যথা ছিল। সেটা ঠিক করা দরকার। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে।’  

এসময় স্টার্ক আরও বলেন, ‘আইপিএলের কিছু ম্যাচও আছে, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেস্ট ফাইনাল... শরীর ঠিক রাখা, আগামী কয়েক মাস কিছু ম্যাচ খেলা এবং টেস্ট ফাইনালের জন্য প্রস্তুত হওয়া। আমরা পরপর দ্বিতীয়বার এটি জয়ের সুযোগের সামনে রয়েছি।’  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে অজিদের হয়ে মাঠে নামে নতুন পেস ত্রয়ী- নাথান এলিস, শন অ্যাবট ও বেন ডারউইস। ম্যাচটা জিতেও ফেরে তারা।  

তবে, বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। ফলে সদ্য ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!