জয়শূন্য থেকেই চ্যম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশ ও পাকিস্তানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:০৫ পিএম

জয়শূন্য থেকেই চ্যম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশ ও পাকিস্তানের

ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু জেতা হলো না একটি ম্যাচও। নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষ দলের কাছে অসহায় আত্মসমর্পণের পর শেষ ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আর এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানকে টুর্নামেন্ট শেষ করতে হলো জয়শূন্য থেকেই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজেদের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামার কথা ছিলো দুই দলের। কিন্তু বৃষ্টি’র বাঁধায় কোন বল মাঠে না গড়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। 

রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগের দিন বুধবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ফলে শুরু থেকেই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে ছিলো শঙ্কা। আর সেই শঙ্কায় সত্যি হলো। 

আর ম্যাচ পরিত্যক্ত ঘোষণার ফলে সমান ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ। 

গ্রুপ ‘এ’-তে কোন ম্যাচ না জিতে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে সমান ব্যবধানে রান রেটে পিছিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে রয়েছে পাকিস্তান। 

এই গ্রুপে ২ ম্যাচের দুইটিতেই জিতে প্রথম অবস্থানে নিউজিল্যান্ড ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দুই দলই সমান ৪ পয়েন্ট নিয়ে সেমিতে পা রেখেছে।

এম/আর

Link copied!