কোন ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর স্বাগতিক পাকিস্তানকে। এরই মধ্যে অবসরের গুঞ্জন উঠেছে দলের অন্যতম ব্যাটার ফখর জামানের। এ নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না ফখর জামান। মাঝে অবশ্য বিরতি দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন পাকিস্তানি এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি।
তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ইনজুরির শঙ্কা ছিলো ফখর জামানের। সেই শঙ্কা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। আর সেই ম্যাচেই সাইড স্ট্রেইন চোট পান তিনি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি’তে তারে শেষ ম্যাচ।
দল থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি এই ব্যাটার ক্রিকেটকে বিদায় জানাতে পারে বলে গুঞ্জন ওঠে। সামাজিক মাধ্যমে সেই আলোচনা ক্রমাগত বাড়তে থাকায় মুখ খোলেন এই বাঁ-হাতি ওপেনার।
যদিও অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফখর বলেছেন, ‘অবসর খবরের কোনো সত্যতা নেই। আমি পুরোপুরি ফিট হয়ে উঠেছি এবং দলে যোগ দেব শিগগিরই।’
বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) চোট পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ফখর জামান। দ্রুত সেরে উঠে মাঠে ফেরার লক্ষ্য তার। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত ৮৬ ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে ১১ সেঞ্চুরি ও ৩০ হাফসেঞ্চুরিতে ৫৬৯১ রান করেন তিনি।