জয়শূন্য ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফিরছেন শান্তরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০১:৫২ পিএম

জয়শূন্য ব্যর্থতাকে সঙ্গী করে দেশে ফিরছেন শান্তরা

ছবি: সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি’র গ্রুপ পর্ব থেকে কোন ম্যাচ না জিতেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে পাকিস্তানে উড়াল দিয়েছিলো শান্ত বাহিনী, তার বিন্দুমাত্রও পূরণ হয়নি। আরো একবার ব্যর্থতাকে সঙ্গী করেই দেশে ফিরছেন নাজমুল হোসেন শান্তর দল।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

গতকাল পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয় ম্যাচ। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

আর বি/ আর ডি

Link copied!