সময়ের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস থেকে পাড়ি জমান স্প্যানিশ ক্লাব বার্সোলোনাতে। এরপর ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার মূল্যে ফরাসি ক্লাব পিএসজি’তে যোগ দেন তিনি।
সেসময় পিএসজি ছাড়াও অনেক ক্লাবই তাকে দলে ভেড়াতে চেয়েছিলো। আর এই ক্লাবের তালিকায় ইতিহাসের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ থাকবে না তা কি হয়!
বার্সায় যোগ দেওয়ার সময় রিয়াল মাদ্রিদ থেকেও অফার পেয়েছিলেন নেইমার। এ প্রসঙ্গে তিনি বলেন, `রিয়াল মাদ্রিদের অফারটি একটি ব্ল্যাংক চেক ছিল, তারা আমাকে বলেছিল যে আমি যা চাই তাই নিতে পারি ... তবে আমি হৃদয় দিয়ে শুধু বার্সাকেই চেয়েছিলাম।`
ক্লাব ফুটবলে একাধিক ক্লাবে লিওনেল মেসি ও নেইমার একসাথে খেলেছেন। দুই জনের মধ্যকার বন্ধুত্বের খবরও কারও অজানা নয়। পিএসজি-তে সতীর্থ থাকাকালীন নেইমারের কাছ থেকে পেনাল্টিতে ভালো করার ব্যাপারে পরামর্শ নিয়েছিলেন মেসি। এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
এবিষয়ে নেইমার বলেন, `আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি। একদিন আমরা অনুশীলনে ছিলাম, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি এত ভালো পেনাল্টি কীভাবে নাও?’ আমি মনে মনে বললাম, ‘আপনি কি পাগল? আপনি মেসি, তাই আমি যদি এটা করতে পারি, তাহলে আপনিও পারবেন।’
আরবি/আরডি