বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:৪১ পিএম

বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানরা

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে আফগানরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টস জিতে এদিন আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা কঠিন হলেও, স্কোরবোর্ডে ভুগতে হয়নি আফগানদের। তবে দ্বিতীয় ও তৃতীয় উইকেট ছাড়া তারা বড় কোনো জুটি গড়তে পারেনি। এর মাঝেও দারুণ দুটি ইনিংস খেলেছেন সেদিকউল্লাহ (৮৫) ও ওমরজাই (৬৭)।

দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন সেদিকউল্লাহ আতল। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৫ বল খেলে ০ রানে রহমানউল্লাহ গুরবাজ আউট হওয়ার পর ইব্রাহিম ও রহমতের সঙ্গে জুটি গড়েছিলেন সেদিকউল্লাহ।

দলীয় ৭০ রানে ইব্রাহিম ব্যক্তিগত ২২ আর ৯১ রানে রহমত ব্যক্তিগত ১২ রানে আউট হলেও ক্রিজে আধিপত্য চালিয়ে যান সেদিকউল্লাহ। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। ছক্কা হাঁকিয়ে ৬৪ বলে ফিফটি হাঁকানো এ ব্যাটার সেঞ্চুরিরও কাছাকাছি গিয়েছিলেন।

কিন্তু স্পেন্সার জনসনকে কাভারের উপর দিয়ে তুলে মারতে গিয়ে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। ৯৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় থামে তার ৮৫ রানের ইনিংস। তার বিদায়ের পর ধস নামে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপেও। ৪৯ বলে ২০ রান করে দলীয় ১৭৬ রানে বিদায় নেন হাশমতউল্লাহ। ৬ রানের ব্যবধানে রান আউটের ফাঁদে পড়ে আউট হন মোহাম্মদ নবি (১)। দলীয় ১৯৯ রানে বিদায় নেন গুলবাদিন নাইব (৪)।

শেষদিকে বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন আজমউল্লাহ ওমরজাই। তার সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৯ রানে আউট হন রশিদ খান। অন্যদিকে আড়াইশ পার করে ৬৭ রানের ইনিংসে দলকে ২৭২ রানে পৌঁছে দিয়ে শেষ ওভারের চতুর্থ বলে আউট হন আজমতউল্লাহ। ৬৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৫ ছক্কা ও ১ চারের মারে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতে চমক দেখিয়েছে আফগানিস্তান। আজ অস্ট্রেলিয়াকে হারালে নতুন ইতিহাস গড়বে তারা।

আরবি/এসবি

Link copied!