শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বৃষ্টিতে কঠিন হলো আফগানিস্তানের চ্যালেঞ্জ, সেমিতে অস্ট্রেলিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:৫৪ এএম

বৃষ্টিতে কঠিন হলো আফগানিস্তানের চ্যালেঞ্জ, সেমিতে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

যত দিন গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই ততই জমজমাট হয়ে উঠছে। ইতোমধ্যেই গ্রুপ এ থেকে নিশ্চিত হয়েছে দুই সেমিফাইনালিস্ট। তবে গ্রুপ ‘বি’ এর সমীকরণ রীতিমতো জটিল হয়ে উঠেছে।

গতকাল লাহোরে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল সেমির টিকিট নিশ্চিত করতে। তবে বর্ষার কারণে ম্যাচটি সম্পূর্ণ হওয়া সম্ভব হয়নি। তুমুল বৃষ্টির কারণে আফগানিস্তানের সেমিতে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। অন্যদিকে, এক পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চার দলে স্থান পেয়েছে।

যদিও এই ম্যাচটি ছিল অজিদের হাতেই। কারণ বৃষ্টি বিঘ্নিত হওয়ার আগে আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছিল।

তবে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার আশা এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তবে সেটা এখন অনেকটাই কঠিন। এখন তাদের নির্ভর করতে হবে আগামীকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের উপর। সেখানে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায় এবং ২০৭ রানের বড় ব্যবধানে জেতে, তবেই আফগানিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে, দক্ষিণ আফ্রিকা যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান করে, ইংল্যান্ড যদি ১১.১ ওভারে সেই লক্ষ্য পূর্ণ করতে পারে, তবেই সেমিফাইনালে জায়গা পাবে আফগানিস্তান।

‘বি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শুধুমাত্র অস্ট্রেলিয়া। ইংল্যান্ড আগেই বাদ পড়েছিল, আর বাকি দুই দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান, ৩ করে। তবে, নেট রানরেটে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকায় তারা সুবিধা পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার নেট রানরেট ২.১৪০, যেখানে আফগানিস্তানের নেট রানরেট -০.৯৯০। এর মানে, দক্ষিণ আফ্রিকার হারলেও তারা সেমিতে যেতে পারে, যদি তারা ২০৭ রানের ব্যবধানে কিংবা ১১.১ ওভারে ইংল্যান্ডের বিপক্ষে হার না হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার জন্য এটি ছিল ষষ্ঠতম পরিত্যক্ত ম্যাচ। অন্য কোন দল এতবার বৃষ্টির কারণে ম্যাচ হারায়নি আইসিসির মেগা টুর্নামেন্টে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজও বৃষ্টির শঙ্কা মাথায় রেখেই খেলা শুরু হয়েছিল। টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে ২৭২ রান সংগ্রহ করে। শুরুতে তাদের লড়াইটা ভালো না হলেও, সেদিকউল্লাহ অটল ৮৫ এবং আজমতউল্লাহ ওমরজাই ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেন দারউইস।

লক্ষ্য তাড়ায় বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড দ্রুত রান তোলেন। তিনি মাত্র ৩৪ বলেই ফিফটি পূর্ণ করেন। অস্ট্রেলিয়া দলীয় শতক পেরিয়ে যায় ১২ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলে ওভার এবং লক্ষ্য কমানো হতো, যা অস্ট্রেলিয়ার জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াত। বৃষ্টির আগে হেড ৪০ বল খেলে ৫৯ রান করেন, আর স্টিভ স্মিথ ১৯ রানে অপরাজিত ছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান আসরে এখন পর্যন্ত ৩টি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। ‘এ’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও ভারত আগেই সেমিফাইনালে উঠেছে, আর ‘বি’ গ্রুপের অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গে যোগ দিলো। বাকি সেমিফাইনালের একটি স্লট দক্ষিণ আফ্রিকা না আফগানিস্তান পূর্ণ করবে, সেটা জানা যাবে আগামীকাল।

আরবি/এফআই

Link copied!