চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। যেই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে টাইগাররা দেশ ছেড়েছিল, তার একদম সামান্য অংশও পূর্ণ করতে পারেনি শান্তর নেতৃত্বাধীন দল। খারাপ পারফরম্যান্স এবং ব্যর্থতার সঙ্গ নিয়ে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে টাইগাররা।
দেশে ফিরে ক্রিকেটারদের বিশ্রামের খুব বেশি সময় নেই। তাদের পরবর্তী চ্যালেঞ্জ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
এর আগে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ভারতের বিপক্ষে বড় হার দিয়ে। সেখানে টপ অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। সেই সীমিত পুঁজি নিয়েও বোলাররা ভালো লড়াই করেছিল। পরবর্তী ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানের কাছাকাছি রানও করা সম্ভব হয়নি।
নিজেদের শেষ ম্যাচে গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, ফলে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এবারের আসরের একমাত্র প্রাপ্তি ছিল এই একটি পয়েন্টই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট তিনটি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট হয়েছে একটি। দুই হারের পাশাপাশি তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের অবস্থাও একই। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :