চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পায়। এই দুটি ম্যাচে হারের পরই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেয়। গ্রুপ পর্বে বাংলাদেশ বিপক্ষে শেষ ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতার ছিল, তবে সেটিও বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ফলে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে জয়হীন থাকে।
বিশ্বব্যাপী টুর্নামেন্টে এমন ভরাডুবির পর পাকিস্তান দলের কোচ আকিব জাভেদকেও ছাঁটাই করার গুঞ্জন উঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক ও জনসংযোগ সহকারী রানা সানাউল্লাহ নতুন তথ্য দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ জানিয়েছেন, রিজওয়ানদের ব্যর্থতার বিষয়টি তিনি পার্লামেন্টে উত্থাপন করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এ বিষয়ে অবহিত করবেন।
‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে সানাউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন। আমরা তাঁকে (ক্রিকেট সম্পর্কিত) বিষয়গুলো মন্ত্রিসভা ও পার্লামেন্টে উত্থাপন করতে বলব।
এছাড়া তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘স্বেচ্ছাচারিতা’ নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা শুধু একজন চেয়ারম্যান নিয়োগের বিষয় নয়, পুরো পাঁচ বা দশ বছরের ঘটনাপ্রবাহই বিচার্য। সেখানে কী ঘটছে, তা বুঝতে হবে।
তিনি আরও বলেন, কলেজ ও জেলা পর্যায়ের ক্রিকেটের বর্তমান অবস্থা এবং পেশাদার পর্যায়ে খরচের বিষয়গুলো জনসাধারণের সামনে প্রকাশ করা উচিত।
পিসিবির সমালোচনা করে সানাউল্লাহ আরো বলেন, এখানে সমস্যাগুলো অনেক বছর ধরে চলছে। ক্ষমতা ব্যবহার করে মানুষ দায়িত্ব নেয় এবং যা খুশি করে। এই কারণেই বোর্ডের বর্তমানে এই অবস্থা।
দেশের ক্রিকেট কাঠামো উন্নত করার উপায় নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্যান্য প্রতিষ্ঠানের মতো একটি সুসংহত কাঠামো থাকা উচিত, যাতে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।’