আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ‘গ্রুপ-বি’ এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচ হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। আর শেষ ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে নিজেদের সেমির টিকেট পাকাপোক্ত করতে মরিয়া প্রোটিয়ারা। শনিবার (১ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
‘গ্রুপ-বি’ থেকে ইতোমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে সেমির টিকেট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ঝুলিতে আছে সমান ৩ পয়েন্ট করে।
ম্যাচ জিতলে অথবা কোন কারণে পয়েন্ট ভাগাভাগি হলেই নিশ্চিত হবে প্রোটিয়াদের সেমির টিকেট। তবে হারলেও তাদের থাকছে সেমিতে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে ইংল্যান্ডকে জিততে হবে অন্তত ২০৭ রানে। প্রোটিয়ারা যদি আগে ব্যাট করে ৫০ রানে অল আউট হয়, আর ইংল্যান্ট সেটা মাত্র ৩৪ বলে তাড়া করে জেতে অথবা অথবা ১০০ করলে ইংল্যান্ডের জিততে হবে ৬০ বলে, ১২৫ তাড়া করতে হবে ৭১ বলে।
এমন সমীকরণে একপ্রকার নিশ্চিত দক্ষিণ আফ্রিকার সেমির টিকেট। বাস্তবতা বলছে, এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ চারে না যাওয়ার শঙ্কা একেবারেই নেই।
সবশেষ ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তবে ২০২৩ সালের বিশ্বকাপে ভরাডুবি হয়েছিলো ইংলিশদের। যে ধারা অব্যাহত আছে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও। টুর্নামেন্টে ২ ম্যাচের দু’টিতেই হেরে পয়েন্ট টেবিলের শেষ অবস্থানটিতে রয়েছে তারা। তবে টুর্নামেন্টে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফিরতে মরিয়া জস বাটলারের দল।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সে যাত্রায় হেনরিখ ক্লাসেন কিংবা রায়ান রিকেলটনের দিকে থাকবে বাড়তি নজর। পাশাপাশি বল হাতে ইংল্যান্ডকে ভালোই পরীক্ষায় ফেলতে পারে লুঙ্গি এনগিরি ও কাগিসো রাবাদা’রা।
উল্লেখ্য, বৈশ্বিক ট্রফি অর্জনে দক্ষিণ আফ্রিকার থেকে ইংল্যান্ড এগিয়ে থাকলেও সমীকরণের হিসেবটা কিন্তু ভিন্ন। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে দুই দলের মোট ৭০ বারের দেখায় প্রোটিয়াদের জয় ৩৪টিতে। আর ইংলিশদের ঝুলিতে জয় রয়েছে ৩০টি ফলাফল আসেনি বাকি ৬ ম্যাচে।
আপনার মতামত লিখুন :