শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০২:২২ পিএম

১৬ মাস পর ব্রাজিলে নেইমার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০২:২২ পিএম

১৬ মাস পর ব্রাজিলে নেইমার

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছায়ের ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে দীর্ঘ ১৬ মাস পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র। শনিবার (১ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র।

নেইমারের পাশাপাশি ব্রাজিলের এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন অস্কার। দীর্ঘ ৯ বছর পর জাতীয় দলের রাডারে ফিরেছেন তিনি। যদিও নেইমার-অস্কারের জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ সপ্তাহখানেকের মধ্যে ২৩ জনের চূড়ান্ত দল নিশ্চিত করা হবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান নেইমার। এরপর ১৬ মাস পর আবারো প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি।

অন্যদিকে প্রায় ৯ বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন অস্কার। এই মিডফিল্ডার গত জানুয়ারিতে চাইনিজ লিগ থেকে সাও পাওলোতে যোগ দেয়। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি।

আগামী ২১ মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে খেলতে যাবে সেলেসাওরা।

২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাইয়ে টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ব্রাজিল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে মার্চের দুই ম্যাচে ভুল করা যাবে না সেলেসাওদের।

এক নজরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল:

গোলরক্ষক:

অ্যালিসন বেকার (লিভারপুল)
বেনেডিক্ট (আল-নাসর)
এডারসন (ম্যানচেস্টার সিটি)
হুগো সুজা (করিন্থিয়ানস)
লুকাস পেরি (লিঁও)
ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার:

আলেক্সান্দ্রো (লিলি)
বেরালদো (পিএসজি)
দানিলো (ফ্ল্যামেঙ্গো)
ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজ)
গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস (আর্সেনাল)
লিও অর্টিজ (ফ্ল্যামেঙ্গো)
মারকুইনহোস (পিএসজি)
মুরিলো (নটিংহাম ফরেস্ট)

সাইডস:

আবনার (লিঁও)
অ্যালেক্স স্যান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)
অ্যালেক্স তেলেস (বোতাফোগো)
দোদো (ফিওরেন্তিনা)
ডগলাস সান্তোস (জেনিত)
গিলহের্মে অ্যারানা (অ্যাতলেটিকো)
ভ্যান্ডারসন (মোনাকো)
ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো)

মিডফিল্ডার:

অ্যালিসন (সাও পাওলো)
অ্যান্ড্রু (উলভারহ্যাম্পটন)
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম)
আন্দ্রে সান্তোস (স্ত্রাসবার্গ)
ব্রুনো গিমারেস (নিউক্যাসল)
এডারসন (আতালান্তা)
গারসন (ফ্ল্যামেঙ্গো)
জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন)
জোয়েলিন্তন (নিউক্যাসল)
লুকাস মৌরা (সাও পাওলো)
লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)
নেইমার জুনিয়র (সান্তোস)
অস্কার (সাও পাওলো)

ফরোয়ার্ড:

অ্যান্তোনি (রিয়েল বেটিস)
ব্রুনো হেনরিক (ফ্ল্যামেঙ্গো)
এন্দরিক (রিয়াল মাদ্রিদ)
স্টিফেন (পালমেইরাস)
গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)
গ্যালেন (আল-আহলি)
ইগর জেসাস (বোতাফোগো)
ইগর পাইক্সাও (ফেইনুর্দ)
জোয়াও পেদ্রো (ব্রাইটন)
লুইজ হেনরিক (জেনিত)
রাফিনহা (বার্সেলোনা)
রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)
স্যামুয়েল লিনো (অ্যাতলেটিকো মাদ্রিদ)
স্যাভিনহো (ম্যানচেস্টার সিটি)
ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
ইউরি আলবার্তো (করিন্থিয়ানস)

আরবি/এফআই

Link copied!