শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:০১ পিএম

রিয়াল ও লিভারপুলে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার বসুন্ধরায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:০১ পিএম

রিয়াল ও লিভারপুলে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড এবার বসুন্ধরায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে টানা ৫ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে চলতি মৌসুমে স্বাভাবিক ছন্দে নেই দলটি। প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে তারা। তাই দ্বিতীয় লেগে নিজেদের অবস্থান ফিরে পেতে দলে ডাকা হয়েছে নতুন ৪ বিদেশি খেলোয়াড়। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলা মধ্যবর্তী দলবদলে এই নতুন খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে কিংস। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির পর্যন্ত চলে এই দলবদল। 
প্রথম লেগ শেষে দুই বিদেশি ফরাসি খাসা ও নাইজেরিয়ান ইসাকে ছেড়ে দেয় কিংস। তবে দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ও জোনাথন ফার্নান্দেসকে রেখে দেয় তারা। মধ্যবর্তী দলবদলে কিংস চার ৪ জন বিদেশি রেজিষ্ট্রেশন করিয়েছে। 

দলের খেলোয়াড় উজবেকিস্তানের আসরর গফুরভকে ফিরিয়ে এনেছে বসুন্ধরা কিংস। এর পাশাপাশি নাইয়ান উইঙ্গার ইভান্স ইত্তি, ২৮ বছর বয়স্ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যাসিয়েল ও ৩২ বছরের আর্জেন্টাইন স্ট্রাইকার জুয়ান ল্যাসকানোকে দলে ভিড়িয়েছে ভ্যালেরিও তিতা। জুয়ান লিভারপুল ও রিয়াল মাদ্রিদের হয়ে জুনিয়র দলে খেলেছে। 

এদিকে প্রথম লেগে তুমুল লড়াইয়ের পর দ্বিতীয় লেগে শক্তি বাড়িয়েছে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী লিমিটেডও। 

পুলিশ এফসি’র সাবেক ফরোয়ার্ড এডওয়ার্ড মরিওকে দলে ভিড়িয়েছে মোহামেডান। আর প্রথম পর্বে শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে চমক দেখানো আবাহনী দ্বিতীয় লেগের জন্য আনছে দুজন বিদেশি। যাঁদের মধ্যে আছেন ব্রাজিলের রাফায়েল সিলভা, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। এ ছাড়া আক্রমণে গতি বাড়াতে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহর সঙ্গেও নিবন্ধন সেরেছে আকাশি–নীলেরা। 

পয়েন্ট টেবিলের চারে থাকা রহমতগঞ্জও এক বিদেশির নাম চূড়ান্ত করেছে। দ্বিতীয় লেগের জন্য গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংকে দলভুক্ত করেছে পুরান ঢাকার ক্লাবটি। 

অন্যদিকে মাঝমাঠের শক্তি বাড়াতে প্যারাগুয়ের উইলসন মেদিনাকে দলভুক্ত করেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। যদিও পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান তাদের। 

ফকিরেরপুল ইয়ংমেনস নিবন্ধন করেছে ফরাসি ফরোয়ার্ড মোহামেদ ফোফানা আর আইভরিকোস্টের ফরোয়ার্ড ইব্রাহিম আউত্তারাকে। পুলিশ এফসিতে আসছেন ব্রাজিলের দানিলো কুইপাপা। এই দুই ক্লাবের পাশাপাশি আক্রমণভাগ শক্তিশালী করেছে ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির সঙ্গে নিবন্ধন সেরেছেন গাম্বিয়ায় ফরোয়ার্ড ইদ্রিসা জালো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ। 

দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান দখলে রেখেছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। আর বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তৃতীয় স্থানে আছে ২০ পয়েন্ট নিয়ে।

আরবি/আরডি

Link copied!