ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫

দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত

খাতা কলমে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে অধিনায়ক হিসেবে জস বাটলারের অধ্যায়।

শনিবার (১ মার্চ) করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড।

টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ইংল্যান্ডের। ব্যর্থতার দায় মাথা পেতে নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার অধিনায়কত্বের পদ ছেড়ে দেয়ার আগাম ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দিয়েই শেষ হচ্ছে বাটলার অধ্যায়ের।

২০১১ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর বাটলার সাদা বলে ইংল্যান্ডের অধিনায়কত্ব পাল ইয়ন মরগ্যান অবসরের ঘোষণা দিলে। ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা এনে দেন বাটলার। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ খুব বাজেভাবে শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই ফলের পুনরাবৃত্তি ঘটায় দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন এই উইকেটকিপার। ফর্মও খুব একটা ভালো যাচ্ছে না তার। ফলে দলে জায়গাও নড়বড়ে।