আক্রমণের পসরা সাজিয়েও জিততে পারলো না রোনালদো’রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৩:৩৭ পিএম

আক্রমণের পসরা সাজিয়েও জিততে পারলো না রোনালদো’রা

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ওরাবাহ’র কাছে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা। এনিয়ে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো দলটি। 

এ ম্যাচ হারের মধ্য দিয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেছে আল নাসর। পুরো ম্যাচ জুড়ে ৭২ শতাংশ বল দখলে থাকলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে রোনালদোদের। 

প্রথমার্ধের শেষ দিকে আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। এরপর ম্যাচের ৬৫ মিনিটে আল নাসরের জালে বল জড়ান জোহান বার্গ। 

পুরো ম্যাচ জুড়েই আক্রমণ চালিয়ে যায় আল নাসর। কিন্তু শেষ পর্যন্ত জালের দেখা পাননি রোনালদোরা। ফলে ২-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 
এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। অন্যদিকে ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।
 

আরবি/আরডি

Link copied!