ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই টান টান উত্তেজনা। দু’দেশের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি কারণে এই দুই দলের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ দেখা যায় না। তাই এই দুই দলের মধ্যকার লড়াই উপভোগ করতে ক্রিকেট প্রেমীদের অপেক্ষা করতে হয় ক্রিকেটের বৈশ্বিক কোন আসরের। 

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবারো উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের গুঞ্জন। 

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে বসতে যাচ্ছে ক্রিকেটের মেগা আসর এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এমনটিই বলা হয়েছে ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্টে। 

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আসরে একই গ্রুপে থাকবে বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে মহাদেশীয় এ টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে মোট ১৯টি ম্যাচ হতে পারে। 

প্রসঙ্গত আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ভেন্যু এখনও চূড়ান্ত করেনি এসিসি। 

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৮টি দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং অংশ নেবে। এবার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল।