রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৪:৪৭ পিএম

ইংল্যান্ড হারলে বাড়তি ‘৩’ কোটি টাকা পাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৪:৪৭ পিএম

ইংল্যান্ড হারলে বাড়তি ‘৩’ কোটি টাকা পাবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বুকভারা আশা নিয়ে ৮ বছর পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে পাড়ি জমালেও বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে মাত্র ৫ দিনেই। কোন জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছে নাজমুল শান্তদের। ৩ ম্যাচের মধ্যে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে ১ পয়েন্ট নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। তবে এই হতাশার মাঝেও যে সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেটি কি? 

আজ শনিবার (১ মার্চ) গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংল্যান্ড হারলে লাভবান হবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ এবং ইংল্যান্ড ভিন্ন ভিন্ন গ্রুপে খেলছে। তাই প্রশ্ন জাগতেই পারে ইংল্যান্ডের হার-জিতের সাথে বাংলাদেশের লাভ-ক্ষতির কি সম্পর্ক! 

মূলত, বাংলাদেশ বিদায় নিলেও এখনো বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ। তাই পয়েন্ট টেবিলের ঠিক কত নম্বরে থেকে আসর শেষ হবে বাংলাদেশের সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আসর থেকে টাইগারদের ইতোমধ্যেই বিদায় হলেও কততম স্থানে থাকবে তারা সেটা আজকের ম্যাচের পর নির্ধারিত হবে।

আজ দক্ষিণ আফ্রিকার নিকট ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে কোন পয়েন্ট ছাড়াই আসর শেষ করতে হবে তাদের। এক্ষেত্রে দুই গ্রুপ মিলিয়ে তাদের অবস্থান হবে টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে ষষ্ঠ। 

সেই হিসেবে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করার জন্য প্রাইজমানি হিসেবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা পাবে বাংলাদেশ।পাশাপাশি আসরে অংশ গ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ ইংল্যান্ড আজ হারলে এবারের আসর থেকে সবমিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।

কিন্তু যদি কোন কারণে ইংল্যান্ডের ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে ইংল্যান্ডের পয়েন্ট হবে সপ্তম। সেক্ষেত্রে ষষ্ঠ অবস্থানে থাকবে বাংলাদেশ। 

আর সপ্তম স্থানে থাকলে বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা। পাশাপাশি আসরে অংশ গ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ ইংল্যান্ড আজ জিতলে বা ম্যাচটি পরিত্যাক্ত হলে এবারের আসর থেকে সবমিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা।
 

আরবি/আরডি

Link copied!