খাতা কলমে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে ইনিংসের শুরু থেকেই প্রোটিয়াদের বোলিং তোপে নাস্তানাবুদ হয়েছে ক্রিকেটে মোড়ল খ্যাত ইংলিশদের ব্যাটিং লাইন-আপ।
শনিবার (১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ৩ টায় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।
ম্যাচের প্রথম ওভারেই প্রোটিয়া পেসার মার্কো জেনসেনের শিকার হন সল্ট। সাজঘরে ফেরার আগে নিজের খাতায় যুক্ত করেন ৮ রান। এরপর নিজের দ্বিতীয় ওভারে ইংলিশ উইকেট রক্ষক ব্যাটার স্মিথকেও সাজঘরের পথ দেখান এই বোলার।
এরপর রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে তারা। জো রুট ও হেরী ব্রুক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা।
এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলতে সক্ষম হয়েছে ইংলিশরা।
আপনার মতামত লিখুন :