চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগ মুহূর্তে অস্ট্রেলিয়া শিবিরে হানা দেয় ইনজুরি। দল থেকে ছিটকে পড়েন নির্ভরযোগ্য ৩ পেসার- প্যাট কামিন্স, জস হ্যাজলেউড ও মিচেল স্টার্ক। আর এবার সেমি ফাইনালের আগে আবারো ইনজুরি হানা দিয়েছে অস্ট্রেলিয়ান শিবিরে। চোটে পড়েছেন ওপেনার ম্যাট শর্ট। আর এতেই সেমিফাইনাল খেলা অনিশ্চিত তার।
গত শুক্রবার (২৮ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান শর্ট।
পরবর্তীতে অবশ্য ব্যাট হাতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করেছেন তিনি। কিন্তু রান নেওয়ার সময় চোট ভুগিয়েছে তাকে। তাই বেশিরভাগ সময়ই বাউন্ডারি মারার দিকে নজর ছিলো তার। সাজঘরে ফেরার আগে ১৫ বলে করেছেন ২০ রান।
সেমিতে শর্টের অনুপস্থিতির বিষয়ে অবশ্য আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ান কাপ্তান স্টিভ স্মিথ। আফগানিস্তানের সাথে ম্যাচ শেষে তিনি বলেছেন, `আমার মনে হয় সে খেলতে নামলে ধুঁকবে। কারণ আজকে সে ঠিকমতো চলতে পারছিল না। তাই দুইটি ম্যাচের মাঝে এত দ্রুত সুস্থ হয়ে ওঠা ওর জন্য হয়তো সম্ভব না।`
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। তবে অজিদের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়। ভারত অথবা নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে স্টিভ স্মিথের দলকে, প্রতিপক্ষ ভারত হলে ভ্রমণ করতে হবে দুবাইয়ে।
সেমিতে শর্ট না খেললে তার জায়গায় জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দলে একমাত্র বাড়তি ব্যাটার হিসেবে আছেন তিনি।
আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের দুই সেমিফাইনাল।
আপনার মতামত লিখুন :