রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:২৭ এএম

নিজেদের সাবেক খেলোয়াড়ই সর্বনাশ করল রিয়ালের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:২৭ এএম

নিজেদের সাবেক খেলোয়াড়ই সর্বনাশ করল রিয়ালের

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় ইসকো, যিনি মাদ্রিদে ৯টি সফল মৌসুম কাটিয়েছেন এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন, তিনি বর্তমানে খেলছেন রিয়াল বেতিসে। সেই ইসকো’র দুর্দান্ত পারফরম্যান্সের জোরে লা লিগায় শনিবার (১ মার্চ) বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

এই হারের পর রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি ম্যাচটিকে ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাব রিয়ালের জালে গোল করে ইসকো। আর পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে।

ম্যাচের শুরুতে রিয়াল ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল দিয়ে এগিয়ে যায়। তবে ৩৪ মিনিটে জনি কার্দোসো সমতা ফেরান এবং ৫৪ মিনিটে ইসকোর পেনাল্টি গোলের মাধ্যমে বেতিস জয় লাভ করে। কার্দোসোর গোলের সহায়তাও ছিল ইসকোর, যিনি ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে বেতিসে যোগ দেন। উল্লেখ্য, বেতিসের কোচ মানুয়েল পেল্লিগ্রিনিও এক সময় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন।

পেনাল্টি গোলের পর ইসকো উল্লাস প্রকাশ করেন, যা নিয়ে তিনি ম্যাচ শেষে রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘গোল করার পর এভাবে উল্লাস করার জন্য আমি রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চাই। রিয়াল মাদ্রিদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ, তারা সবসময় আমার হৃদয়ে থাকবে।’

ম্যাচে বেতিস যেখানে পোস্টে ১৮টি শট নিয়েছিল, সেখানে রিয়াল কেবল ৯টি শট নিতে পেরেছে। এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন আনচেলোত্তি, ‘এটি আমাদের জন্য খারাপ একটি ম্যাচ ছিল। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তারা জয় পাওয়ার যোগ্য ছিল। বিরতির আগে আমরা ২৭বার বল হারিয়েছি, যা খুব বেশি। এই সময়ে এমন হার আমাদের জন্য বড় আঘাত।’

বর্তমানে বার্সেলোনা ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, এবং রিয়ালও ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তবে রিয়াল যদি তাদের হাতে থাকা ম্যাচটি জিততে পারত, তাহলে বার্সার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকত। অন্যদিকে, অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ, তাদের পয়েন্ট ৫৬।

ম্যাচে ১০ম মিনিটে ব্রাহিম দিয়াস এমবাপ্পের থ্রু পাস থেকে গোল করেন। ৩৪ মিনিটে ইসকোর কর্নার থেকে কার্দোসো হেডে গোল করেন। কোর্তোয়ার হাতে বল লেগে গোল হয়। পরে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ইসকো বেতিসকে এগিয়ে নেন।

শেষ দিকে, ম্যানইউ থেকে ধার হিসেবে বেতিসে আসা আন্তোনির পাস থেকে কুচো হের্নান্দেসের একটি শট বাইরে চলে গেলে বেতিস ৩-১ গোলে এগিয়ে যেতে পারত। এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বেতিস ছয়ে উঠে এসেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ তাদের চতুর্থ হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। ২৬ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫৪, সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনা এক ম্যাচ কম খেলে শীর্ষে রয়েছে।

আরবি/এফআই

Link copied!