দুই সেয়ানের লড়াই আজ: কে চাপে, কে এগিয়ে?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১১:১০ এএম

দুই সেয়ানের লড়াই আজ: কে চাপে, কে এগিয়ে?

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দুই দলই যেন সমানে সমান। দাপুটে জয়ে দুইজনই সবার আগে কেটেছে সেমির টিকেট। আর আজ এই দুই সেয়ানের লড়াই। রোববার (২ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।

সাম্প্রতিক সময়ে দুটি দলই পঞ্চাশ ওভারের ফরম্যাটে প্রবল দাপট দেখিয়েছে এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও এখন পর্যন্ত তারা সব ম্যাচে জয় পেয়েছে। আর আজ তাদের মধ্যে এক হাড্ডাহাডি লড়াই হওয়ার আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

পরিসংখ্যান অনুযায়ী, নিজেদের সর্বশেষ পাঁচটি ওয়ানডেই জিতেছে ভারত এবং নিউজিল্যান্ড। যেহেতু আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাই আজকের এই ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। আর তাই আজকের ম্যাচে জয় চাইবে দুই দলই।

আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে।

অন্যদিকে, যেই দল আজ হারবে, তারা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে, যারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। তবে যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তখন নেট রান-রেটের ভিত্তিতে নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ভারত গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চারে চলে যাবে। তবে দুবাইয়ের এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা খুবই কম। মাঠে দুদলকে কঠিন পরীক্ষা দিতে হবে।

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে ভারত ও নিউজিল্যান্ড একবারই মুখোমুখি হয়েছিল, ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেবার ভারত, সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২৬৪ রান তুলেছিল, তবে নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নসের অপরাজিত ১০২ রানে ভর করে তারা ৬ উইকেটে জয় পায়। তবে এখনকার ভারত অনেক বেশি শক্তিশালী এবং তাদের ব্যাটিং লাইনআপ বিশ্বমানের।

ভারত এই পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ সহজেই জিতেছে। তাদের ব্যাটিং লাইনআপ বিশেষভাবে শক্তিশালী, যেখানে শুবমান গিল এবং বিরাট কোহলির সেঞ্চুরি সবার নজর কেড়েছে। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েলকে আজ ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে। 

আরবি/এফআই

Link copied!