আফগানিস্তানকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন স্টেইন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১২:৩৮ পিএম

আফগানিস্তানকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন স্টেইন

ছবি: সংগৃহীত

যুদ্ধ-সহিংসতায় বিধ্বস্ত আফগানিস্তানের নাগরিকরা একসময় ঠিকমতো খেতেও পারত না। দেশটায় ছিল না কোনো ঘাসের সবুজ মাঠ, আর টার্ফের উইকেট যে কী সেটা অজানাই ছিল তাদের। সেই আফগানিস্তান থেকে উঠে আসা ক্রিকেট দল এখন বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। বড় বড় দলকে হারিয়ে দিয়ে নিজেদের অবস্থানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

২০১০ সালে তারা প্রথম আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করে, ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে তাদের অভিষেক হয়, এবং সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা অংশগ্রহণ করেছে। এই ১৫ বছরে আফগানিস্তান নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছে, এখন তারা বাঘা বাঘা দলকে হারানোর অভ্যাসে পরিণত হয়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে না পারলেও ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দেয় আফগানিস্তান। পরের বছর টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছতে না পারলেও ইংল্যান্ডকে হারিয়ে অনেক প্রশংসা কুড়িয়েছে আফগানরা। আফগান ক্রিকেটের এই উত্থান নিয়ে এবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তার মতে, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে, যদি তারা কিছু গুরুত্বপূর্ণ দিক শিখতে পারে।

স্টেইন আফগানিস্তানের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ হলেও, তাদের ধৈর্য সম্পর্কে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আফগানরা সবকিছু দ্রুত চায়—প্রতিটি বলেই উইকেট নিতে চায় এবং ব্যাটারদের ক্ষেত্রেও তারা তাড়াহুড়া করে। প্রথম ওভারে যদি পিচে অনেক মুভমেন্ট থাকে, তাও তারা ছক্কা মারার চেষ্টা করে।”

স্টেইন আরও বলেন, “তাদের অনেকেই বিশ্বজুড়ে টি-২০ ক্রিকেট খেলছে, যা দারুণ। তবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকেও শেখার অনেক কিছু আছে। ওয়ানডে আসলে টেস্টের সংক্ষিপ্ত রূপ, যেখানে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। যদি তারা ধৈর্য ধরতে শিখে, তাহলে পরবর্তী দশকে তারা আইসিসি টুর্নামেন্ট জিততে পারে।”

স্টেইনের মতে, আফগানিস্তানের ক্রিকেট তার সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগানোর জন্য আরও ধৈর্য এবং স্থিতিশীলতা শেখার প্রয়োজন। যদি তারা এই দক্ষতা অর্জন করতে পারে, তবে ভবিষ্যতে তাদের জন্য আইসিসি টুর্নামেন্টের শিরোপা অর্জন কঠিন হবে না।

আরবি/এফআই

Link copied!