‘মন চাইলেই বলা যাবে না আরেকটা সাকিব তৈরি হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১২:৫৩ পিএম

‘মন চাইলেই বলা যাবে না আরেকটা সাকিব তৈরি হবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক হান্নান সরকার গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচক হিসেবে তার শেষ কর্মদিবস পালন করেন। নির্বাচকের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর, হান্নান কোচিং পেশায় পদার্পণ করেছেন এবং আগামী ডিপিএলে আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন।

জাতীয় দলের নির্বাচক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন হান্নান সরকার এবং দেশের ক্রিকেট সম্পর্কে তিনি ব্যাপক অভিজ্ঞ। জাতীয় দলের নির্বাচক হওয়ার আগে তিনি বয়সভিত্তিক দলে কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তাই দেশের ক্রিকেটের প্রতি তার গভীর মনোযোগ ও জানাশোনা রয়েছে।

সম্প্রতি হান্নান তার প্রাপ্তি নিয়ে কথা বলেন, বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে। তিনি বলেন, “সাকিবের সঙ্গে হয়তো কখনো এক দলে বা একসঙ্গে খেলা হয়নি। যখন সাকিব শুরু করেছে, আমি তখন শেষের দিকে ছিলাম। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। বিদায়ের সময় সাকিবের সঙ্গে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।”

হান্নান তার অপ্রাপ্তি হিসেবে সাকিবের লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, “মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব আল হাসান তৈরি হবে। আমি ৮ বছর বয়সভিত্তিক দলে কাজ করেছি এবং এক বছর জাতীয় দলের নির্বাচক ছিলাম। সাকিব আল হাসান একজনই, সেই সাকিবের সঙ্গে আমি এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি।”

তিনি আরও জানান, “জাতীয় দলের সিলেক্টর হিসেবে এটা আমার প্রাপ্তি, কিন্তু অপ্রাপ্তি হলো সাকিব মাঠ থেকে বিদায় নিতে পারেনি। মিরপুরে তার অবসরের ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি সাকিবের।”

আরবি/এফআই

Link copied!