ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

মেসি না খেলায় টিকেট ‘ফ্রি’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস)-এ ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচে লিওনেল মেসি থাকছেন না। আর এ কারণে দর্শকদের আকৃষ্ট করার জন্য হিউস্টন ডায়নামো বিনামূল্যে টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে।

এই ম্যাচে মেসি কোচ হাভিয়ের মাশ্চেরানোর সিদ্ধান্তে বিশ্রামে থাকবেন, তবে তার চোটজনিত কোনো সমস্যা নেই। এই ম্যাচটি হবে হিউস্টন ডায়নামোর বিপক্ষে, যা আগামীকাল ভোর ৬টায় শুরু হবে।

মেসি না খেলায় এই ম্যাচে দর্শকসমাগম কম হতে পারে। আর তাই হিউস্টন ডায়নামো তাদের সমর্থকদের জন্য বিশেষ প্রস্তাব দিয়েছে। তারা ঘোষণা করেছে, যারা এই ম্যাচটি দেখবেন, তারা ভবিষ্যতে হিউস্টন ডায়নামোর অন্য একটি ম্যাচের টিকিট বিনামূল্যে পাবেন।

হিউস্টন ডায়নামো তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, মেসির না খেলার বিষয়টি তারা জানতো, কিন্তু এর পরও তারা দর্শকদের উৎসাহিত করতে চাইছে যাতে মাঠে রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়।