‘৩০০’ ডাকছে কোহলিকে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০২:৫৩ পিএম

‘৩০০’ ডাকছে কোহলিকে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ৩০০টি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি। এই অর্জনটি ভারতীয় ক্রিকেটে তাকে সপ্তম ক্রিকেটার হিসেবে বিশেষ স্থান করে দেবে।

এদিকে, কোহলির জন্য এই ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ কারণ, পাকিস্তানের বিপক্ষে তার সেঞ্চুরিতে তিনি ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। এ কৃতিত্ব অর্জন করতে গিয়ে তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন, যিনি ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৪ হাজার রান করেছেন।

এছাড়া, ভারতের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের (৪৬৩ ম্যাচ), তবে কোহলি এখন ৩০০ ম্যাচ খেলার দিকে এগিয়ে গেছেন। এছাড়া মহেন্দ্র সিং ধোনি (৩৪৭), রাহুল দ্রাবিড় (৩৪০), মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪), সৌরভ গাঙ্গুলী (৩০৮), এবং যুবরাজ সিং (৩০১) এ তালিকায় রয়েছেন।

আরবি/এফআই

Link copied!