ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

ব্যর্থ রোহিত-কোহলি, ধাক্কা সামাল দিচ্ছেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। এমন সমীকরণে চ্যাম্পিয়ন্স ট্রফি’তে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। আর টস হেরে ব্যাটিং করতে নামা ভারত শুরুতেই পড়েছে বিপাকে। নিউজিল্যান্ডের বোলিং তোপে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল। 

রোববার (২ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। 

ইনিংসের শুরুটা দারুণ করেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। তবে তৃতীয় ওভারেই দলের ইনফর্ম ব্যাটার সুভমন গিল ধরেন প্যাভিলিয়নের পথ। কিউই পেসার ম্যাট হেনরি’র বোলে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। আউট হওয়ার আগে এই ব্যাটার ৭ বল খেলে খাতায় যোগ করেন ২ রান। 

এরপর টিকতে পারেননি রোহিত শর্মাও। কেইল জেমিসনের বলে ইয়ংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনিও।

ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করে আউট হন তিনি। 

তবে শুরুর ধাক্কা ভালোই সামাল দিচ্ছেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আয়ার। অল-রাউন্ডার অক্সার প্যাটেলকে সঙ্গে নিয়ে জুটি গড়েছেন তিনি। 
এই প্রতিবেদন লেখার সময় ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ  ৯০ রান।