ডিপিএল

লিটনের চিন্তা দূর করলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৬:০১ পিএম

লিটনের চিন্তা দূর করলেন তামিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে পুরোনো ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগ। আগামীকাল (৩ মার্চ) থেকে মাঠে গড়াবে এবারের আসর। এবারের আসরে ১২ দল অংশগ্রহন করছে। 
আসর শুরুর আগেই সুখবর পেয়েছেন লিটন দাশ। যদিও দু’একদিন আগেও অনিশ্চিত ছিলো না কোন দলে খেলবেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগেই সুখবর পেয়েছেন এই ওপেনার। 

মূলত পারিশ্রমিক ইস্যুতেই দল নিশ্চিত করতে পারছিলেন না লিটন। পারিশ্রমিক নিয়ে কোন দলের সাথেই বনিবনা হচ্ছিল না তার। তবে শেষ পর্যন্ত ক্লাব নিশ্চিত হয়েছে লিটনের। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে এবারের ডিপিএল মাতাবেন এই ওপেনার। 

গুলশান ক্রিকেট ক্লাবের কর্ণধার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ রোববার (২ মার্চ) গুলশান ক্লাবের হয়ে লিটনের খেলার বিষয়টি নিশ্চিত করেন। 

দলটি’র প্রধান কোচের দায়িত্বে রয়েছেন, খালেদ মাহমুদ সুজন। তারুণ্য নির্ভর দল গড়েছে তামিম ইকবালের মালিকানাধীন এই দলটি। অনুর্ধ্ব ১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটাররাও আছেন এই দলে। 

তবে শেষ মুহূর্তে লিটন দল পেলেও এখনও দল নিশ্চিত হয়নি দেশ সেরা পেসার মুস্তাফিজুর রহমানের। 

মুস্তাফিজের বিষয়ে জানতে চাইলে তামিম ইকবাল বলেন, ‍‍`মুস্তাফিজেরটা আমি জানি না, এটা খুবই দুর্ভাগ্যজনক যদি এরকম হয়ে থাকে। এরা জাতীয় দলের তারকা ক্রিকেটার, এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত।‍‍`

এসময় তিনি আরও বলেন, ‘আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তাদেরকে নেবে। তারা পারফর্মার, তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন। তাদের সেরা দলে খেলা ডিজার্ভ করে।‍‍`
 

আরবি/আরডি

Link copied!