আগেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। আর জিতলে গ্রুপ চ্যম্পিয়ন হয়ে সেমি-তে যাবে। এমন সমীমকণে চ্যাম্পিয়ন্স ট্রফি’র লড়াইয়ে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে টস হেরে ব্যাটিং এ নেমে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।
রোববার (২ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।
ইনিংসের শুরু থেকেই ভারতকে চেপে ধরে কিউইরা। মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরপর অক্সার প্যাটেলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শ্রেয়াস আয়ার।
ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে শ্রেয়াস। আর অক্সার প্যাটেলের ব্যাট থেকে আসে ৪২ রান।
ইনিংসের শুরুটা দারুণ করেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। তবে তৃতীয় ওভারেই দলের ইনফর্ম ব্যাটার সুভমন গিল ধরেন প্যাভিলিয়নের পথ। কিউই পেসার ম্যাট হেনরি’র বোলে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। আউট হওয়ার আগে এই ব্যাটার ৭ বল খেলে খাতায় যোগ করেন ২ রান।
এরপর টিকতে পারেননি রোহিত শর্মাও। কেইল জেমিসনের বলে ইয়ংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনিও।
ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলিও। ১৪ বলে ১১ রান করে আউট হন তিনি।
এরপর শুরুর ধাক্কা সামাল দেন অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আয়ার ও অক্সার প্যাটেল। রানের খাতায় ১২৬ রান যোগ করে এই জুটি।
শ্রেয়াস সাজঘরে ফিরে গেলে তেমন কোন বড় ইনিংস খেলতে পারেনি কোন ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে শেষ দিকে হাদিংক পান্ডিয়ার ৪৫ বলে ৪৫ রানে ভর করে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৪৯ তুলতে সক্ষম হয় রোহিত বাহিনী।
কিউইদের হয়ে ম্যাট হ্যানরি তুলে নেন ৫ উইকেট। অন্যান্যদের মধ্যে মিচেল স্লান্টনার, জেমিসন, রচিন রবিন্দ্র ও উইলিয়াম নেন ১টি করে উইকেট।
আপনার মতামত লিখুন :