ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

অনিশ্চিত সাকিব-তামিম লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাকিব-তামিমের মধ্যকার সম্পর্কের কথা অজানা নয় কোন ক্রিকেট ভক্তের। এই দুই খেলোয়াড়কে একসাথে মাঠে দেখলে এখনো আবেগ আপ্লুত হয়ে পড়েন বহু দর্শক। 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সব ফরমেট থেকেই ইতোমধ্যেই অবসরে গেছেন তামিম ইকবাল। অন্যদিকে সাকিব আল হাসানও অবসর নিয়েছেন দু’টি ফরম্যাট থেকে। তাই বাংলাদেশের জার্সিতে এই দুই খেলোয়াড়কে একসাথে দেখা যাওয়া সম্ভব নয়। 

তবে ঘরোয়া ক্রিকেটে একে অপরের মুখোমুখি হলে সে ম্যাচ ঘিরে থাকে আলাদা উত্তেজনা। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাও দেখা সম্ভব নয়। 
অবশেষে একবার সুযোগ এসেছিলো আরও একবার ক্রিকেটের এই দুই মহারথীর লড়াই দেখার। কিন্তু এখন তাও হচ্ছে না! 

চলতি মাসের (১০) মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশ লিজেন্ডস’র হয়ে খেলবেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলরা। 
অন্যদিকে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও অলক কাপালি। 

এশিয়ান স্টারসের সাথে আগামী ১২ মার্চ খেলবে বাংলাদেশ টাইগার্স। সে হিসেবে আরও একবার মুখোমুখি হওয়ার কথা সাকিব-তামিমের। তবে তামিমের এই আসরে খেলার সম্ভাবনা অনেকটাই কম। ফলত: এই দুই বাংলাদেশীর দ্বৈরথ আর দেখা হচ্ছে না দর্শকদের। 

আজ রোববার (২ মার্চ) মিরপুরে সাংবাদিকদের তামিম বলছিলেন, ‘আমার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যাওয়ার। বিশেষ করে দুটি ম্যাচ খেলার জন্য ওরা অনুরোধ করছে আমাকে। তবে আমার যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স ১০ মার্চ সন্ধ্যা ৭টায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে টাইগার্সরা খেলবেন। 

দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।