আইপিএলে আসছে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৯:০৭ পিএম

আইপিএলে আসছে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বড় ফাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দলগুলো প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে। অনেক দলই নিজ নিজ ভেন্যুতে শুরু করে দিয়েছে অনুশীলন । এরমাঝেই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন বেশ কয়েকটি নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ম্যাচের দিন কোনো প্রকার অনুশীলন পর্ব থাকছে না। সেই সঙ্গে মাঠে কোন প্রকার আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ কিংবা সেলিব্রেটি টুর্নামেন্টের জন্য মাঠগুলো ব্যবহার না করার জন্যও ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 

জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ম্যাচের আগে স্টেডিয়াম চুক্তি অনুযায়ী দলগুলো ৩ ঘণ্টা মেয়াদে ৭টি অনুশীলন সেশন চালাতে পারবে। সবই হতে পারে ফ্লাডলাইটের আলোতে। এর মাঝে দুটো হতে পারে প্র্যাকটিস ম্যাচ। আর সেক্ষেত্রে ম্যাচের দৈর্ঘ্য সাড়ে ৩ ঘণ্টার বেশি হতে পারবে না।

আইপিএলের দলগুলোর জন্য এবারে আসছে নতুন নিয়ম
ছবি: অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার মহেন্দ সিং  ধোনি। 

ক্রিকবাজের ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমে আইপিএলের দলগুলোকে চারটি নির্দেশনা দেয়া হয়েছে- 
১। দলগুলোকে দুটো নেট দেয়া হবে অনুশীলনের জন্য। আর অতিরিক্ত একটি দেয়া হবে সাইড উইকেটে রেঞ্জ হিটিংয়ের সুবিধার্থে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি দুই দল একইসঙ্গে অনুশীলন করে তবে প্রতিটি দলকে একইসময়ে রেঞ্জ হিটিং করার ব্যবস্থা থাকবে। 
২। কোনো ওপেন নেট প্র্যাকটিসের সুযোগ থাকছে না। 
৩। যদি কোনো দল আগেই প্র্যাকটিস শেষ করে ফেলে, তবে অন্য দলটি একই উইকেটে অনুশীলনের অনুমতি পাবে না। 
৪। ম্যাচের দিনগুলোতে কোনো অনুশীলন পর্ব থাকছে না।
 

আরবি/আরডি

Link copied!