শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৩১ এএম

সোসিয়েদাদকে উড়িয়ে টেবিল টপার বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৩১ এএম

সোসিয়েদাদকে উড়িয়ে টেবিল টপার বার্সেলোনা

ছবি: সংগৃহীত

গতকালের রাতটা রিয়াল সোসিয়েদাদের জন্য যেন এক দুঃস্বপ্নের রাত ছিল। বার্সালোনা যতক্ষণ বল নিয়ে মাঠে ছিল, ততক্ষণ যেন আতঙ্কে ছিল তারা।

এদিন প্রতিপক্ষের একজন খেলোয়াড় লাল কার্ড পাওয়ার পর পুরোপুরি সুবিধা নিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। সোসিয়েদাদ পুরো ৯০ মিনিটই রক্ষণ সামলে যাওয়ার চেষ্টা করেছে, তবে তাও সফল হয়নি। শেষ পর্যন্ত তারা হজম করেছে চারটি গোল। আর এতে করে টেবিল টপার বার্সেলোনা পেয়েছে বড় জয়।

রোববার অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার এই ম্যাচটি ৪-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। জেরার্ড মার্টিন এবং মার্ক কাসাদো বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করেছেন। দ্বিতীয়ার্ধে রোনাল্ড আরাউহো গোল করেন এবং ম্যাচের শেষ দিকে রবার্ট লেভানডফস্কি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগের দিন অ্যাতলেটিক বিলবাওকে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু সোসিয়েদাদকে বিধ্বস্ত করে বার্সেলোনা এখন শীর্ষে চলে এসেছে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। আর সবশেষ ম্যাচে বেটিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে গিয়েছিল সোসিয়েদাদ, তবে জাভি লোপেস অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়। ১৭তম মিনিটে দানি ওলমোকে ফাউল করেন আরিৎস এলুসতোন্দো, এবং এর পরেই স্প্যানিশ ডিফেন্ডারকে লাল কার্ড দেখানো হয়। এই পরিস্থিতি থেকেই বার্সেলোনা ম্যাচে আধিপত্য দেখাতে শুরু করে।

২৫তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিং থেকে বল পান ওলমো। তার বুদ্ধিদীপ্ত পাসে জেরার্ড মার্টিন দূরের পোস্টে থেকে গোল করেন। চার মিনিট পর ২-০ ব্যবধান করেন বার্সেলোনার মার্ক কাসাদো, তার শট সোসিয়েদাদের জালে পৌঁছায়।

৫৬তম মিনিটে আরাউহো কর্নার থেকে গোল করে ব্যবধান আরো বাড়িয়ে দেন। গোলরক্ষক প্রথমে লেভানডফস্কির হেড আটকালেও ফিরতি বল পেয়ে আরাউহো হেড দিয়ে গোল করেন।

এরপর আরাউহোর শট লেভানডফস্কির স্পর্শে বদলে গিয়ে গোল হয়ে যায়, এটি ছিল তার ২১তম গোল এবারের লিগে, যার ফলে তিনি শীর্ষ গোলদাতা তালিকায় প্রথম স্থানে রয়েছেন।

আরবি/এফআই

Link copied!