চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওপেনার ম্যাট শর্ট। যদিও আগেই তার খেলা নিয়ে সন্দেহ ছিল, তবে এখন নিশ্চিত যে, তিনি সেমিফাইনালে খেলবেন না। আর এতে করে শর্টের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন কুপার কনলি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়েন শর্ট। ফিল্ডিংয়ের সময় চোট পেলেও পরবর্তীতে ব্যাটিং করেন তিনি| তবে তার অস্বস্তি স্পষ্ট ছিল। অধিনায়ক স্টিভ স্মিথও আভাস দিয়েছিলেন যে, সেমিফাইনালে শর্টের খেলার সম্ভাবনা কম।
এখন পর্যন্ত টুর্নামেন্টে শর্টের পারফরম্যান্স ছিল ভালো। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়ায় ফিফটি করার পর আফগানদের বিপক্ষে ১৫ বলে ২০ রান করেন তিনি। পাশাপাশি বোলিংয়েও ভালো ছিলেন। তবে, এখন কুপার কনলি শর্টের পরিবর্তে দলে আসছেন। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন পেয়ে এই অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।
কনলি এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন, কিন্তু তাতে কোনো উইকেট পাননি এবং রান করেছেন ১০। তবে, সেমিফাইনালে কনলি একাদশে জায়গা পেতে পারে, বিশেষ করে যদি ভারত ৪ মার্চ দুবাইয়ে তাদের স্পিনারদের নিয়ে একাদশ সাজায়।
আগামীকাল, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল, যেখানে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। পরের দিন, ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে লাহোরে।
আপনার মতামত লিখুন :