ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

সেমিফাইনালে বৃষ্টি হলে কি হবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনারের চার দল। ‘গ্রুপ-এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ‘গ্রুপ-বি’ থেকে সেমিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 

নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। পরদিন ৫ মার্চ লাহোরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। যদিও ফাইনালের জন্য এখন পর্যন্ত ভেন্যু নিশ্চিত হয়নি। 
বেরসিক বৃষ্টিতে ইতামধ্যেই ভেস্তে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি’র বেশ কয়েকটি ম্যাচ। এছাড়াও কয়েকটি ম্যাচে ছিলো বৃষ্টি হওয়ার শঙ্কা। তাই অনেকেরে প্রশ্ন উঠেছে সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে কিভাবে?

ছবি: সংগৃহিত 

সেমিতে বৃষ্টি হলে কি হবে? 

চ্যাম্পিয়ন্স ট্রফি’র সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ৪ মার্চ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডে’তে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালের খেলার জন্যও থাকছে একই সুবিধা। এছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।  

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি’২৫-এর সেমির সূচী: 
ভারত বনাম অস্ট্রেলিয়া - ৪ মার্চ ২০২৫ – দুবাই (বাংলাদেশ সময় দুপুর ৩টা) 
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড - ৫ মার্চ ২০২৫ – লাহোর (বাংলাদেশ সময় দুপুর ৩টা)