ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

মেসির সঙ্গে খেলবে আরেক ‘মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের সাথে বিশ্বকাপ বাছাইয়ের দুটি’ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ইতোমধ্যেই ৩৩ সদস্যের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিকে নিয়ে ঘোষিত এই দলে জায়গা পেয়েছে ‘নতুন মেসি’ খ্যাত ক্লাউদিয়ো এচেভেরি। 

‘নতুন মেসি’ তকমা পাওয়া এচেভেরি খেলেছেন আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলগুলোতে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দলীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেন এচেভেরি। 

সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুম থেকেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলবেন এই আর্জেন্টাইন তরুণ তুর্কী। ২০২৪ সালের জানুয়ারি ট্রান্সফারে এই খেলোয়াড়কে দলে ভেড়ায় পেপ গার্দিওলা। তবে এতোদিন তিনি খেলেছেন স্বদেশী ক্লাব রিভার-প্লেটের হয়ে। ক্লাবের হয়ে ৫৯ ম্যাচে এই মিডফিল্ডার গোল করেছেন ৫টি। 

ক্লাদিও এচেভেরি ছাড়াও আর্জেন্টিনার এই দলে জায়গা করে নিয়েছেন, সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ।

 

ছবি: সংগৃহিত 

 

উল্লেখ্য, আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর চারদিন পর সেলেসাওদের আতিথ্য দেবে আলবিসেলেস্তারা।

 

আর্জেন্টিনার ৩৩ সদস্যের প্রাথমিক দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।