ডিপিএল

গুলশানের কাছে পাত্তায় পেলো না তামিম-মুশিরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৬:০৪ পিএম

গুলশানের কাছে পাত্তায় পেলো না তামিম-মুশিরা

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে তারুণ্য নির্ভর গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে তারকায় ঠাসা মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

আজ সোমবার (৩ মার্চ) বিকেএসপি’তে মুখোমুখি হয়েছিলো টুর্নামেন্টের মোস্ট ফেবারিট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। এই ম্যাচে মোহামেডানকে ১০৭ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

ম্যাচে প্রথমেই ব্যাট করতে নামে গুলশান ক্রিকেট ক্লাব। ব্যাটিং এ নামার পর এক প্রকার ধীরে সুস্থে ইনিংস শুরু করে ওপেনার ইফতেখার হোসেন ইফতি। মোহামেডান বোলারদের ভালোই পরীক্ষা নেন তিনি। আউট হওয়ার আগে ব্যক্তিগত খাতায় যোগ করেন ১০৮ রান।

ছবি: সংগৃহিত

এরপর জওয়াদ আবরার ৮৬ বলে ৭৫ ও হাবিবুল শেখ মুন্না ৫৩ বলে ৪৭ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৯৮ রান সংগ্রহ করে গুলশানের ক্লাবটি। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক তামিমকে হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। সাজঘরে ফেরার আগে এই ওপেনার তোলেন ২২ রান। এছাড়া মুশফিকুর রহিম করেন ৭ ও মাহমুদউল্লাহ করেন ১০ রান। 

ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়ান ইফতি। একাই তুলে নেন ৩ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ ইলিয়াস।

শেষদিকে তেমন কোন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ৪০.২ ওভার ব্যাটিং করে ১৯১ রান তুলতে সক্ষম হয় তারা। 
 

আরবি/আরডি

Link copied!