উদ্বোধনী দিনেই বিতর্কিত ডিপিএল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:২৫ পিএম

উদ্বোধনী দিনেই বিতর্কিত ডিপিএল

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)  বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অতীতে আম্বায়ারিং, ক্রিকেটারদের পারিশ্রমিক ইত্যাদি নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছিলো। আর এবার উদ্বোধনী দিনে আবারো বিতর্কিত ডিপিএল। 

আজ সোমবার (৩ মার্চ) শুরু হয়েছে ডিপিএলের নতুন আসর। উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে ৬ দল। এদিন বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় রূপগগঞ্জ টাইগার্স। এই ম্যাচে একটি রান আউটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মাঠে।  

প্রাইম ব্যাংকের সাথে শুরুতেই টস হেরে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২১৬ রানে অল-আউট হয় দলটি।  

জবাবে ব্যাটিং এ নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় তারা। স্কোরবোর্ডে ১৬ রান তুলতেই ৩ উইকেট হারায় দলটি। 

এরপর দলীয় ২৩ রানে থাকাকালীন রান আউটের ফাঁদে পড়েন প্রাইম ব্যাংকের অধিনায়ক ইফরান শুক্কুর। আর এই আউট যেন কোন ভাবেই মেনে নিতে পারছিলেন না শুক্কুর! 

এরপর ক্রিকেটাররা মাঠ থেকে উঠে যায়। একপর্যায়ে ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন প্রাইম ব্যাংক কোচ তালহা জুবায়ের। 

এসময় জুবায়ের বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন। আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’

এ ঘটনার প্রায় ৩০ মিনিট পরে খেলা আবারো চালু হয়। তবে শেষ পর্যন্ত ৩২.৪ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। 
 

আরবি/আরডি

Link copied!