চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সিনিয়র দুই ক্রিকেটার মাহমদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দলের এই দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে। অনেক সিনিয়র ক্রিকেটার মনে করছেন এবার অবসর নেয়া উচিত এই দুই ক্রিকেটারের। এবার বিসিবিও জানিয়ে দিয়েছে এই দুই ক্রিকেটারেরে বিষয়ে।
সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড সভায় এ বিষয়টি আলোচনায় আসে বলে জানা গেছে। তবে এনিয়ে এখন পর্যন্ত কোন পরিষ্কার সিদ্ধান্ত জানায়নি বোর্ড।
মুশি-রিয়াদ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। তাদের পারফরম্যান্স, ফিটনেস ও বয়সের কথা বিবেচনা করলে- এটা আমার সিদ্ধান্ত নয়, নির্বাচকদের। আমার পক্ষে মন্তব্য করাটা সঠিক হবে না। তবে বিষয়টি সহজ হবে না, এটা নিশ্চিত।’
সভায় ক্রিকেটারদের বাড়ানোর প্রস্তাব এসেছে বলে তিনি আরও বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’
তবে কারা এ চুক্তিতে থাকছে সেটি স্পষ্ট করেনি বোর্ড পরিচালক।