ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি

দুবাই আমাদের ঘরের মাঠ নয়: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

একপ্রকার হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলছে দুবাইতে। এ নিয়ে কম জলঘোলা হয়নি। সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক এনিয়ে ভারতকে তুলোধুনো করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুশেইন। এরপর সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামামও এবিষয়টি নিয়ে মুখ খোলে।

মূলত রাজনৈতিক কারণে পাকিস্তানে যাওয়ার অনুমতি মেলেনি ভারতের। তাই ‘হাইব্রিড’ মডেলে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি দেশগুলো পাকিস্তান সফর করলেও ভারতের বিপক্ষে খেলতে হলে আসতে হয় দুবাইতে।

ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি তুলে তিনি বলেন, ‘প্রত্যেক সময়, পিচের আচরণ পরিবর্তন হয়। আমরা এখানে তিন ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচেই পিচের আচরণ ভিন্ন ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই। আমরা এখানে অনেক ম্যাচ খেলিনি।’

এসময় তিনি আরও বলেন, ‘এই মাঠে চার থেকে পাঁচটি পিচ রয়েছে। দেখেন, আমি নিজেই জানি না কোন পিচে সেমিফাইনাল হবে। কিন্তু যাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। দেখা যাক কি হয় আর কি না হয়।’

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এর আগে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত।