ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন রদ্রি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:২৭ পিএম

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন রদ্রি

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে স্বস্তিতে নেয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের সাথে হেরে আগেই বাদ পড়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও (ইপিএল) ভালো অবস্থানে নেই টানা চারবারের চ্যাম্পিয়নদের। 

পুরো মৌসুম জুড়েই মিডফিল্ডের দুর্বলতা ভালোই ভুগিয়েছে সিটিজেনদের। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হয় দলের মাঝ মাঠের মধ্যমণি ব্যালন-ডর জয়ী রদ্রির অনুপস্থিতি।

গত বছর সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে এক ম্যাচে এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েন রদ্রি। সেখানেই মূলত এবারের ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়ে যায় এই স্প্যানিশের। এরপর থেকেই নিজেদের পথ হারিয়ে খুঁজছে সিটিজেনরা। 

রদ্রি কবে মাঠে ফিরবে এনিয়ে ছিলো শঙ্কা। ধারণা করা হচ্ছিলো এই মৌসুমে আর দেখা যাবে না ২০২৪ সালে ব্যালন ডি’র জেতা এই মিডফিল্ডারের। আবার কবে তাকে মাঠে দেখা যাবে সে বিষয়েও কোন নিশ্চয়তা ছিলো না। 

ছবি: চোট দিয়ে মাঠ ছাড়ছেন রদ্রি 

তবে রদ্রির বিষয়ে এবার সুখবর নিয়ে আসলো ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। মৌসুমের শেষ দিকে রদ্রি মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছে পেপ। 

এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্লে-মাউথকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যান সিটি। এম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রদ্রির মাঠে ফেরার বিষয়টি বলেন তিনি। 

এসময় সিটি বস বলেন, ‘আমি আগে এমনটা আশা করিনি। তবে এখন মনে হচ্ছে, মৌসুম শেষের আগেই সে মাঠে ফিরবে। শুধু ক্লাব বিশ্বকাপেই নয়, প্রিমিয়ার লিগেও সে আমাদের সাহায্য করতে পারে।’ 

উল্লেখ্য, গত শুক্রবার ইংলিশ ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যায়, ২৮ বছর বয়সী রদ্রি কিছু ড্রিল করছেন।     
 

আরবি/আরডি

Link copied!