বিসিবির কাছে এখনো ৪৮ লাখ টাকা পায় সাকিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:০৩ এএম

বিসিবির কাছে এখনো  ৪৮ লাখ টাকা পায় সাকিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক বোর্ড সভা আয়োজন করেছিল। সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। এই ১৮তম বোর্ড মিটিংয়ের প্রধান আলোচ্য বিষয়ই ছিল এটি। এই সভায় নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা করা হয় এবং সেই চুক্তিতে কে কে জায়গা পাচ্ছেন তাও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করার সিদ্ধান্তও নেওয়া হয়।

তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি যে নামটি শোনা যাচ্ছে, তা হলো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক অঙ্গ হয়ে থাকা সাকিব কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে। কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিনি ছিলেন এবং সেই চুক্তির অধীনে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ টাকা (ট্যাক্স ছাড়া) পাওনা রয়েছে তার।

গত আগস্টের পর, রাজনৈতিক পরিবর্তনের ফলে ‘সংসদ সদস্য সাকিব’ দেশের মাটিতে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। ওই সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। এতকিছুর মধ্যে বিসিবি থেকে তার পাওনা বেতনও রয়েছে বকেয়া। ক্রিকবাজের একটি সূত্র জানিয়েছে যে, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় গত বছর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন তিনি পাননি। এর ফলস্বরূপ তার পাওনা টাকার পরিমাণ ৪৮ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

সাকিবের বেতনের বিষয়টি নিয়ে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে জানিয়েছেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা না খেলুন, চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’

এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে জুলাই-আগস্টের অভ্যুত্থান ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। একই সঙ্গে, বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায়ও পড়েছেন তিনি।

আরবি/এফআই

Link copied!