আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। ম্যাচটি সেমিফাইনালের হলেও ফাইনালের চেয়েও অধিক উত্তাপ ছড়াচ্ছে। কারণ এই ম্যাচের মধ্যে লুকিয়ে রয়েছে একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু।
আর সেই ইস্যুর মূল কেন্দ্র ভারত-পাকিস্তান। ভারত যদি আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী হয়, তবে পাকিস্তান নিজেদের মাটিতে ফাইনাল আয়োজন করতে পারবে না, কারণ ভারত সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পাকিস্তানে পা রাখেনি।
আর এ কারণে পাকিস্তান চাইছে আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হোক। এতে করে ফাইনাল তাদের মাটিতেই হবে। তবে ভারত যদি জয়ী হয়, তবে ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, যা পাকিস্তানের জন্য একটি বড় ক্ষতি।
এছাড়া, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পাকিস্তানে ম্যাচ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় দলকে একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক আলোচনা-সমালোচনার মধ্যে রেখেছে। এর মধ্য দিয়ে ক্রিকেটের মাঠে একদিকে যেমন চলছে খেলা, অন্যদিকে চলছে কূটনৈতিক লড়াই।
আপনার মতামত লিখুন :