আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। রোহিত শর্মাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক ফাইনালের হাতছানি। দারুণ ছন্দে থাকা ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসেরও ঘাটতি নেই।
এদিকে অস্ট্রেলিয়াও চায় সেই ২০২৩ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনতে। লক্ষাধিক ভারতীয় সমর্থকের মুখ পুরোপুরি বন্ধ করতে।
আপনার মতামত লিখুন :