শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৪:৪২ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে ‘মাদ্রিদ ডার্বি’ আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৪:৪২ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে ‘মাদ্রিদ ডার্বি’ আজ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ ৮ মৌসুম পর আবারো দেখা যাবে মাদ্রিদ ডার্বি। যা সবশেষ দেখা গিয়েছিলো ২০১৬-২০১৭ মৌসুমের সেমিফাইনালে। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচটি আতলেটিকো ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৪-২-এর ব্যবধান নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আতিথ্য নেবে আতলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 
এর আগে গত ফেব্রুয়ারিতে লা-লিগায় মুখোমুখি হয়েছিলো এ দু’দল। সে ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো এমবাপ্পে-ভিনিদের। এছাড়াও লা-লিগার টাইটাল রেসে বার্সার সাথে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে মাদ্রিদের দু’টি ক্লাবই। 

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচের হট ফেভারিট ধরা যায় আতলেটিকোকে। তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই যতো ভয়! লিগে তাদের পারফর্মমেন্স যায় হোক না কেন চ্যাম্পিয়ন্স লিগ এলেই যেন দলটির মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। শেষ ষোলো’র কোয়ালিফায়ারে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে নিজেদের ৫ ম্যাচে অপরাজিত আতলেটিকো মাদ্রিদ। এছাড়া লা-লিগায়ও পয়েন্ট টেবিলের ২-এ অবস্থান করছে তারা। সবশেষ অ্যাথলেটিক ক্লাবকে হারিয়েছে দিয়াগো সিমিওনের দল। তাছাড়া দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। 

ছবি: সংগৃহীত 

তবে এতো সব কিছুর পরও কোন মতেই নির্ভার থাকছেন না আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে পাওয়া যাবে না তরুণ মিডফিল্ডার পাবলো ব্যারিয়োরসকে। এছাড়া অভিজ্ঞ মিডফিল্ডার কোকেও পাচ্ছে না সিমিওনে। 

আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘এই ধরনের ম্যাচ ছোটো খাটো জিনিসেই নির্ধারিত হয়ে যায়। এটা রিয়াল কিংবা আমরা দুই দলই জানি ভালো করে। পরের পর্বে যেতে এই ধরনের ছোটো-খাটো তথ্য অনেক প্রভাব ফেলতে পারে।’ 

ছবি: সংগৃহিত 

এদিকে একেবারে শস্ত্বিতে নেয় রিয়াল মাদ্রিদও। চোটের হানায় বেহাল দশা দলটির। গত কয়েক মাস থেকেই ইনজুরির কারণে দলে নেই মিডফিল্ডের প্রাণ হয়ে ওঠা দানি সেবায়োস। তাছাড়া আনচেলত্তির ‘ট্রাম্প কার্ড’ আরেক মিডফিল্ডার জুড বেলিংহামও আছেন হলুদ কার্ডের নিষেধাজ্ঞায়। 

রক্ষণে রুডিগার, আলাবা ফিরলেও এখন দুঃশ্চিন্তা কাটেনি রাইট ব্যাক নিয়ে। কারভাহাল ইনজুরি’তে থাকায় দলের এতোদিন রাইট ব্যাক সামলাচ্ছিলেন মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। তবে শুরু একাদশে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা। তাছাড়া রাইট ব্যাকে লুকাস ভাসকেস কতটা দায়িত্ববান হয়ে খেলতে পারবেন তা নিয়েও যথেষ্ট শঙ্কা থেকেই যাচ্ছে। 

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‍‍`ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা বড় লিড পাব, সেটা বলতে পারবো না। তারা খুবই শক্তিশালি দল। ফুটবলারও ভালো ছন্দে আছে। সিটির চেয়ে বেশি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে তারা। সে দিক মাথায় রেখে আমাদের এগোতে হবে। তবে, আমাদের খেলার ধরন, মানসিকতা ও কৌশলে পরিবর্তন আনা যাবে না।‍‍`

চ্যাম্পিয়ন্স লিগে হেড টু হেড: 

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদ। যেখানে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৫বার, আতলেতিকোর জয় দুইটিতে, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।
 

আরবি/আরডি

Link copied!